উত্তরদিনাজপুর

ব্যাবসায়ীদের ডাকা বনধে চরম উত্তেজনা রায়গঞ্জে। পুলিশ সুপারকে ঘিরে বিক্ষোভ দেখান ব্যাবসায়ীরা

ব্যাবসায়ীদের ডাকা রায়গঞ্জের বনধে চরম উত্তেজনা দেখা দিয়েছে রায়গঞ্জ শহরে। দফায় দফায় রায়গঞ্জ শহরের বিভিন্ন এলাকায় আগুন জ্বালিয়ে পথ অবরোধ করে ব্যবসায়ীরা। সুপার মার্কেট ও পৌর বাস স্ট্যান্ড এলাকায় উত্তেজনা দেখা দেয়। কমব্যাট ফোর্স সহ জেলা পুলিশ সুপার ওই এলাকায় গেলে পুলিশ সুপারকে ঘিরে বিক্ষোভ দেখায় ব্যাবসায়ীরা। পুলিশ সুপার ঘটনাস্থলে পৌঁছালে উত্তেজনা আরও বারতে থাকে। পুলিশ সুপারকে ঘিরে বিক্ষোভ দেখান ব্যাবসায়ীরা।

            পাশাপাশি শনিবার ব্যবসায়ী বনধের সমর্থনে ওয়েষ্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের বিক্ষোভ মিছিল করা হয় উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে। শহরের বিদ্রোহী মোড় থেকে এদিন সকালে মিছিলটি শুরু করে শহর পরিক্রমা করে। মিছিল থেকে পুলিশের ওপর ক্ষোভ উগরে দেয় ব্যবসায়ীরা। তাঁদের দাবি, পুলিশ কাল নিষ্ক্রিয় হয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। যার ফলে রায়গঞ্জের ব্যবসায়ীদের বিপুল ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। এদিকে সুপার মার্কেট এলাকায় ব্যবসায়ীদের পথ অবরোধ তুলতে দমকল এলে দমকল কর্মীদের ফিরিয়ে দেন আন্দোলনকারীরা। পুলিশ দীর্ঘক্ষণ অবরোধ তোলার চেষ্টা করেও ব্যর্থ হয় । মোহন বাটি এলাকায় পুলিশ ব্যবসায়ীদের মধ্যে ধস্তা ধস্তি হয় দুষ্কৃতী দের গ্রেফতার দাবিতে।